শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

সোমবার রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫

প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২২ ০১:৪৯:২৪ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০১:০৫:৫০  |  ৬৩৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রেড জোন ঘোষণা দেয়া রাঙামাটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আজ সোমবার রাঙামাটি পিসিআর ল্যাব ও এন্টেজিনায় ১২০জন নমুনা পরীক্ষা করেছেন এরমধ্যে ৩৫জনের পজেটিভ  এসেছে। নমুনা পরীক্ষা অনুসারে সনাক্তের হার ২৯.১৭% পার্সেন্ট।

সোমবার রাঙামাটি পিসিআর ল্যাবে ৫৯ জন এবং এন্টেজিনায় পরীক্ষা করেছেন ৬১জন। মোট ১২০জনের মধ্যে রাঙামাটি সদরে ১৪জন, কাপ্তাই উপজেলায় ১৩জন, বিলাইছড়িতে ২জন, জুরাছড়িতে ২জন, রাজস্থলীতে ২জন, নানিয়ারচর ১জন এবং লংগদু উপজেলায় ১জনের পজেটিভ আসে।
রাঙামাটিতে এপর্যন্ত ২৭,২২৮জন নমুনা পরীক্ষা করেছেন এরমধ্যে নেগেটিভ এসেছে ২২,৮৭৬জনের। এরমধ্যে পজেটিভ এসেছে ৪,৩৫২জন। মোট মৃত্যুবরণ করেছে ৩৪জন।

রাঙামাটিতে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩,৯১,০৯০ জন, ২য় ডোজের টিকা নিয়েছেন ২,৯৯,৪৯৯জন। বুষ্টার ডোজ নিয়েছেন ৬৭৭জন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions