বান্দরবান সেনা জোনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ
প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২২ ১০:২৫:২৭
| আপডেটঃ ২০ মে, ২০২২ ০৮:১২:৩৩
|

১৫৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান সেনাজোনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) বিকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সেনা জোনের স্টাফ জোনাল অফিসার ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার শতাধিক শিক্ষার্থীদের হাতে খাতা,কলম,পেন্সিলও স্কেল তুলে দেন। এসময় মাদ্রাসার প্রধান শিক্ষকসহ সেনা জোনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি বান্দরবান সেনা জোনের স্টাফ জোনাল অফিসার ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ মাদ্রাসা ও এতিমখানার প্রতি সেনা জোনের পক্ষ থেকে যথাসম্ভব সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার আশ্বাস প্রদান করেন।