শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

রাঙামাটিতে ৫৩জনের মধ্যে ১৫জনের পজেটিভ

প্রকাশঃ ১৬ জানুয়ারী, ২০২২ ১২:২০:৩৮ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ১২:১৬:৩৪  |  ৬৯৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রেড জোন ঘোষণা দেয়া রাঙামাটিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আজ রোববার রাঙামাটি পিসিআর ল্যাব ও এন্টেজিনায় ৫৩জন নমুনা পরীক্ষা করেছেন এরমধ্যে ১৫জনের পজেটিভ  এসেছে। নমুনা পরীক্ষা অনুসারে সনাক্তের হার ২৮.৩% পার্সেন্ট।

রোববার রাঙামাটি পিসিআর ল্যাবে ১৭ জন এবং এন্টেজিনায় পরীক্ষা করেছেন ৩৬জন। মোট ৫৩জনের মধ্যে রাঙামাটি সদরে ৭জন এবং কাপ্তাই উপজেলা ৪জন, কাউখালী ১জন এবং রাজস্থলীতে ৩জনের পজেটিভ আসে।

রাঙামাটিতে এপর্যন্ত ২৭,১০৮জন নমুনা পরীক্ষা করেছেন এরমধ্যে নেগেটিভ এসেছে ২২,৭৯১জনের। এরমধ্যে পজেটিভ এসেছে ৪,৩১৬জন। মোট মৃত্যুবরণ করেছে ৩৪জন।

রাঙামাটিতে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩,৮৩,০৮৭ জন, ২য় ডোজের টিকা নিয়েছেন ২,৯৮,৭৯৫জন। বুষ্টার ডোজ নিয়েছেন ৫৯৮জন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions