শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

রাঙামাটিতে ওমিক্রন মোকাবেলায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশঃ ১৪ জানুয়ারী, ২০২২ ০২:৩৫:২৬ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০১:২৫:৩৯  |  ৪৮৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিকে রেড জোন ঘোষণা করায় ও ওমিক্রন মোকাবেলায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। জেলা শহরের তবলছড়ি, রিজার্ভবাজার ও বনরুপার গুরুত্বপুর্ণ পয়েন্টে মাস্ক নিশ্চিতে ও স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ অভিযান পরিচালনা করেছেন। এসময় মাস্ক না পড়ায় কয়েকজনকে জরিমানা ও সাধারন মানুষকে সচেতন করা হয়।

এছাড়া আজ সাপ্তাহিক ছুদির দিনে পর্যটন স্পটগুলোতে যেন পর্যটকরা স্বাস্থ্যবিধি মেনে ঘোরাফেরা করেন সে জন্য ঝুলন্ত সেতু এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় কয়েকজন পর্যটককে মাস্ক না পড়ায় জরিমানা ও সর্তক করা হয়।

এছাড়া জুমাবার হওয়ায় বিভিন্ন মসজিদেও মাস্কও বিতরণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। পুলিশ সদস্যরা এসময় তাদের সহযোগিতা করে।  
রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর বোরহানউদ্দিন মিঠু জানান, স্বাস্থ্যবিধি না মানায় রাঙামাটি শহরের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ৪.৩০০টাকা জরিমানা আদায় করে। এছাড়া ব্যবসায়ী ও পথচারীদের মাস্ক ব্যবহার নিশ্চিতে সর্তক করা হয়।


এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions