শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

জুরাছড়িতে সপ্তম ধাপে চার ইউপিতে চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল

প্রকাশঃ ১২ জানুয়ারী, ২০২২ ১১:৩২:৫৬ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৭:৫১:৫০  |  ৬০৯
সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। রাঙামাটির জুরাছড়ি উপজেলায় সপ্তম ধাপে ইউপি নির্বাচনে চার ইউনিয়নের চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। বিষয়টি নিশ্চিত করেছে বনযোগীছড়া রিটানিং অফিসার কৌশিক চাকমা ও  জুরাছড়ি, মৈদং এবং দুমদুম্যা রিটানিং অফিসার মোঃআমিনুল ইসলাম।

উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, উপজেলার জুরাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত মিন্টু চাকমা, স্বতন্ত্র প্রার্থী ক্যানন চাকমা(বর্তমান চেয়ারম্যান), জাপানি বিজয় দেওয়ান, ইমন চাকমা। বনযোগীছড়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত উজ্জ্বল কুমার চাকমা, স্বতন্ত্র প্রার্থী সন্তোষ বিকাশ চাকমা (বর্তমান চেয়ারম্যান),  কামীনি চাকমা, সুরেশ কুমার চাকমা। মৈদং ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত বিরঙ্গ লাল চাকমা, স্বতন্ত্র প্রার্থী সাধনা নন্দ চাকমা (বর্তমান চেয়ারম্যান), সম্রাট চাকমা। দুমদুম্যা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রাজিয়া চাকমা, তরুন মুনি চাকমা, কল্যান ময় চাকমা। দুর্গমতার কারণে দুমদুম্যা ইউনিয়নে আওয়ামী লীগের কোন প্রার্থী দেওয়া হয়নি বলে জানিয়েছেন জুরাছড়ি আওয়ামী লীগের সভাপতি প্রর্বতক চাকমা।

নির্বাচন কমিশনের  সপ্তম ধাপে তফসিল ঘোষণা অনুযায়ী জুরাছড়ি উপজেলায় চার ইউনিয়নের  মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১২ জানুয়ারি ছিল। রিটানিং অফিসারের কর্তৃক মনোনয়নপত্র বাছাই ১৫ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২৩ জানুয়ারি, ভোট গ্রহন ৭ ফেব্রুয়ারী।

উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, সপ্তম ধাপে জুরাছড়ি উপজেলায় ইউপি নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পাদনের সকল প্রস্ততি নেওয়া হচ্ছে।


এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions