বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪
বান্দরবানের

নাইক্ষ্যংছড়ি’র গহীন পাহাড়ে র‌্যাব এর অভিযান : অস্ত্রসহ আটক ৪রোহিঙ্গা

প্রকাশঃ ০৭ জানুয়ারী, ২০২২ ১১:০৫:৩০ | আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ ১২:২৩:৪৮  |  ৬৩৫

সিএইচটি টুডে ডট কম, বান্দরবানবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে র‌্যাব ১৫ এর অভিযানে অস্ত্রসহ ৪জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে

 

৭ জানুয়ারী (শুক্রবার) ভোরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুমের একটি পাহাড়ে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালায় র‌্যাব ১৫ এর একটি দলএ সময় ৪জন ব্যক্তি জ¦ালানী কাঠের বোঝা নিয়ে পাহাড়ে চলাচল করার সময় র‌্যাবের সদস্যদের দেখে পালিয়ে যোতে চাইলে র‌্যবের সদস্যরা তাদের আটক করে


এসময় তল্লাশি করে জ্বালানী কাঠের বোঝার মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি স্টেনগান, ৪টি দেশীয় অস্ত্র এবং ৫টি ম্যাগাজিন,১২ রাউন্ড গুলি এবং ৩ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়

 

ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‌্যাবের সদস্যরা কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ নূর (৩২), নাজিমুল্লাহ (৩৪), মো: আমান উল্লাহ (২৩) এবং মো:খাইরুল আমিন (১৯) কে আটক করে

 


র‌্যাব ১৫ এর  অতিরিক্ত পুলিশ সুপার (সিনিয়র সহকারী পরিচালক ) লএন্ড মিডিয়া মো:আবু সালাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত  করে  জানান, অস্ত্রসহ ৪ রোহিঙ্গাকে আটক করা হয়েছে আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে

 

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions