শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

পাহাড়ের অকৃত্রিম বন্ধু ও অভিভাবক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

প্রকাশঃ ৩০ ডিসেম্বর, ২০২১ ১২:৫১:৪০ | আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ ০৮:১১:১৭  |  ৫৮৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু: পাহাড়ের অকৃত্রিম বন্ধু ও অভিভাবক’ শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু’র জীবন সংগ্রাম, স্বাধীনতা পরবর্তী পাহাড়ি জনগণের প্রথাগত শাসন কাঠামোর প্রতি উদারতা এবং মুক্তিযুদ্ধের চেতনার মাঝেই অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন প্রোথিত। দেশের মূল জনগোষ্ঠির বিকশিত জীবনের স্রোতে পার্বত্য চট্টগ্রামের অনগ্রসর বাসিন্দাদের যুক্ত করার আন্তরিকতা থেকেই তিনি সত্তরের নির্বাচনে পাহাড়ি নেতাদের জাতীয় পরিষদ এবং গণপরিষদে আওয়ামীলীগের প্রার্থী হিশেবে বেছে নিয়েছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট (নৃসাই)’ হলে প্রতিষ্ঠানটি উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু প্রধান অতিথি’র বক্তব্য রাখেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ঠ ইতিহাস গ্রন্থ প্রণেতা ড. আনন্দ বিকাশ চাকমা’র পঠিত মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা ও শরণার্থী পুর্নবাসন টাস্কফোর্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা।

নৃসাই’র ভারপ্রাপ্ত উপ-পরিচালক জিতেন চাকমা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মুক্ত আলোচনায় অংশ নেন খাগড়াছড়ি সরকারি কলেজ’র সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিস্বত্ত দেওয়ান, বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত লেখক প্রভাংশু ত্রিপুরা, আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউট পদক জয়ী লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা, নারীনেত্রী শেফালিকা ত্রিপুরা, সাবেক সহযোগী অধ্যাপক মধুমঙ্গল চাকমাসহ অন্যরা।

সেমিনারে জেলার বিভিন্ন শ্রেণী পেশার এক’শ জন প্রতিনিধি অংশ নেন এবং সেমিনার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।



খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions