শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

খাগড়াছড়িতে সাইকোলজিক্যাল প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশঃ ১৮ অক্টোবর, ২০২১ ০৯:১৭:৫৫ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০১:২৬:২৩  |  ৪৯৭

সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি) খাগড়াছড়িতে যুব রেড ক্রিসেন্ট সদস্যদের অংশগ্রহণে মনস্তাত্ত্বিক প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ডেনিশ রেড ক্রসের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষণ বিভাগ গত ১৭ ১৮ অক্টোবর খাগড়াছড়ি সদরস্থ হোটেল গাইরিং কনফারেন্স হলে এই প্রশিক্ষণ আয়োজন করে। এতে ২০ জন যুব স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে

 

সোমবার (১৮ অক্টোবর) বিকেলে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি মো. শানে আলম

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাইকোলজিক্যাল সাপোর্ট ম্যানেজার মো. সাইদুল ইসলাম, মনোসামাজিক সহায়তা কর্মকর্তা সীমা আক্তার, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা আব্দুল গনি মজুমদার, সহকারী প্রকল্প কর্মকর্তা ফরহাদ হোসেন, মাঠ সংগঠক মোঃ দিদারুল আলম (রাফি) প্রমূখ

 

প্রশিক্ষণে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বা মনস্তাত্ত্বিক প্রাথমিক চিকিৎসা সহায়তা সম্পর্কে ধারনা প্রদানের পাশাপাশি এমন সব মানুষ, যারা ভোগান্তির মধ্যে আছেন এবং যার সাহায্যের প্রয়োজন, তাদের আহ্বানে মানবিক সহায়ক সাড়া প্রদানের বিভিন্ন উপায় শেখানো হয়

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions