বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

নাইক্ষ্যংছড়িতে চোলাই মদসহ আটক ৪

প্রকাশঃ ১১ অক্টোবর, ২০২১ ১২:৫১:৫৮ | আপডেটঃ ২৫ মার্চ, ২০২৪ ০৫:২৫:৪১  |  ৫৮৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে পুলিশি অভিযানে ক্যাঙ্গরবিল এলাকা থেকে চল্লিশ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। এসময় ঘটনাস্থল হতে ৪ জনকে পুলিশ আটক করেছে।

আটককৃতরা হলো, রেজাউল করিম ওরফে রাজাইয়া (৩০), মোঃ আমিন (২৪),মোঃ আবু বক্কার (২২), মোঃ রমিজ উদ্দীন (২০)। আটককৃতরা কক্সবাজার জেলার ঈদগাঁ উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানান।  গতকাল        রোববার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টায় বাইশারী ইউনিয়নের ক্যাঙ্গারবিল এলাকা থেকে কক্সবাজার জেলার ঈদগাঁ উপজেলায় পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।

আজ ১১ অক্টোবর (সোমবার) সকালে বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান, বাইশারী ইউনিয়নের ক্যাঙ্গারবিল এলাকা থেকে কক্সবাজার জেলার ঈদগাঁ উপজেলায় ৪০লিটার চোলাই মদ পাচারের সময় এই অভিযান চালানো হয়, অভিযানে আটককৃত সকলেই চোলাই মদ বিক্রির সাথে জড়িত। ৪জনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি  থানায়  মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে , আটককৃত আসামীসহ ও উদ্ধারকৃত আলামত আদালতে পাঠানো হয়েছে।  

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions