মঙ্গলবার | ২৩ এপ্রিল, ২০২৪

মহালছড়িতে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা পালিত

প্রকাশঃ ২০ সেপ্টেম্বর, ২০২১ ০৯:৫৭:২৫ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০১:৩৩:১৯  |  ৭৫৪

 সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। আজ বৌদ্ধদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শুভ মধু পূর্ণিমা। মধু পূর্ণিমা বৌদ্ধদের অন্যতম একটি ধর্মীয় উৎসব। এ দিনটি বৌদ্ধ ইতিহাসে একটি ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন।


এই শুভ দিনটিকে উদযাপন করতে বৌদ্ধরা বিহার গুলোকে সুন্দরভাবে সাজায় । বৌদ্ধ নর-নারীরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন নতুন জামা পরিধান করে হাজির হয় বৌদ্ধ বিহার গুলোতে। এই দিনটি উপলক্ষে বিহার গুলোতে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্টানাদি পালন করা হয়।


সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার বিভিন্ন বিহার গুলোতেও স্বাস্থ্য বিধি মেনে শুভ মধু পূর্ণিমা অনুষ্ঠান পালন করেছে বৌদ্ধরা।এই দিনে বিহারে বুদ্ধ পূজা, সীবলি বুদ্ধ পূজা, উপগুপ্ত বুদ্ধ পূজা, বুদ্ধ মূর্তি দান, মধু ও ভেষজ দান , পিন্ড দান, হাজার প্রদীপ দান, অষ্টপরিষ্কার দান, সংঘদান সহ নানাবিধ দান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে জগতের সকল প্রাণির মঙ্গলার্থে ও বৈশ্বিক মহামারী করোনা থেকে উত্তরণের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions