শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

বান্দরবানে ঝিড়িতে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার, এখনো ১জন নিখোঁজ

প্রকাশঃ ১৬ সেপ্টেম্বর, ২০২১ ০৮:৩৪:৫৪ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৯:৪৯:৪১  |  ৬০৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। প্রবল বর্ষণে বান্দরবান সদরের সাইঙ্গ্যা এলাকায় পাহাড়ে পানির স্রোতে ভেসে যাওয়া নিখোঁজ বাজেরুং ত্রিপুরা (১৩) এবং প্রদীপ ত্রিপুরা (৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো নিখোঁজ তাদের মা কৃষ্ণতি ত্রিপুরা (৪৫)।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সোহাগ রানা জানান,সকালে বাজেরুং ত্রিপুরা (১৩)  ও  প্রদীপ ত্রিপুরা (৮) এর মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দলের সদস্যরা,তাদের মাকে উদ্ধারে কাজ চলছে।

পুলিশ জানায়, ১৫সেপ্টেম্বর সন্ধ্যায় বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের সাইংঙ্গ্যা ত্রিপুরা পাড়া এলাকায় পাহাড়ের জুম খামার থেকে ফেরার পথে পাহাড়ি ছড়ায় গোসল করতে নামে একই পরিবারের ৪ জন। এসময় হঠাৎ প্রবল ভারী বৃষ্টিপাত শুরু হলে তাড়াহুড়া করে উঠে বাড়ি যাবার সময় পা পিছলে মাটি ধসে পাহাড়ি ঝিড়িতে পড়ে যায় তারা। বৃষ্টিতে পানির প্রবল ¯্রােতে এসময় ভেসে নিখোঁজ হয় মা এবং দুই শিশু, তবে সামান্য আহত অবস্থায় নিখোঁজ কৃষ্ণতি ত্রিপুরার ছোট বোন রাংখাতি ত্রিপুরা বিপদ থেকে রক্ষা পেয়ে পাড়াবাসীদের ঘটনার বিবরণ দেন।

পরে এলাকাবাসী,পুলিশ,ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা উদ্ধার অভিযানে নামে।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions