মঙ্গলবার | ২৩ এপ্রিল, ২০২৪

বলিপাড়া জোন ২শ পরিবারকে ত্রাণ দিলো

প্রকাশঃ ২০ জুলাই, ২০২১ ০৭:৪৫:০৫ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ০৫:০২:৪৭  |  ৬৩৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান জেলার অন্তর্গত থানচি, চিমলক, বলিপাড়ার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদূর্ভাবে লকডাউনে থাকা অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বান্দরবান রিজিয়ন এর অধীনস্ত বলিপাড়া জোন।

এসময় ২০০ পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, পিয়াজ এবং আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

ত্রান বিতরনকালে উপস্থিত ছিলেন বলিপাড়া জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম।

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে ২৪ পদাতিক ডিভিশন। এছাড়াও, ২৪ পদাতিক ডিভিশন এর সার্বিক দিক নির্দেশনায় এবং বান্দরবান রিজিয়নের তত্তাবধানে ভবিষ্যতেও পার্বত্য এলাকার মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং তাদের যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন বলিপাড়া জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions