বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

অনলাইন জুয়ার অ্যাপস মোস্টবিট গ্রাহকের টাকা হাতিয়ে নিচ্ছে অবৈধ ভাবে

প্রকাশঃ ১৩ জুন, ২০২১ ০৮:১৭:২৭ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৬:১১:৩২  |  ২৭৩৫

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। বাংলাদেশে সব ধরনের জুয়া নিষিদ্ধ হলেও অনলাইনে চলতেছে জমজমাট জুয়ার আসর। যেখানে বিভিন্ন ওয়ালেটের (বিকাশ/নগদ/রকেট) মাধ্যমে করা হচ্ছে টাকার লেনদেন। অনেক গুলো জুয়ার অ্যাপস এর মধ্যে মোস্টবিট একটি।  তারা শুধু যুব সমাজকে নষ্ট করতেছে তা নই, হাতিয়ে নিচ্ছে টাকাও।

মোস্টবিটে জুয়া খেলে এই রকম কয়েকজনের সাথে কথা বলে জানা যায় মোস্টবিটে আগে ওয়ালেট এর মাধ্যমে তাদের নির্ধারিত নাম্বারে টাকা ক্যাশ আউট করতে হয়। এর পর তারা গ্রাহকের মোস্টবিটের একাউন্টে টাকা জমা করে দেয়, যা দিয়ে জুয়ারিরা বিভিন্ন প্রকারের জুয়া খেলে। বেশিরভাগ জুয়ারি অভিযোগ করেছেন মোস্টবিটের দেয়া নির্দিষ্ট নাম্বারে টাকা ক্যাশ আউট করার পরও তারা একাউন্টে টাকা জমা করে না, টাকাগুলো হাতিয়ে নেয়। তাদের কাস্টমার সাপোর্টে সমস্যার কথা জানালেও ঠিক মত রিপ্লে ও সমাধান পাওয়া যায়না। তারা কোনো যোগাযোগের নাম্বারও প্রচার করে না। শুধু মেইলে এড্রেস দেওয়া আছে, সেখানে যোগাযোগ করলেও কোনো উত্তর পাওয়া যায় না।।


অভিযোগের পরিপ্রেক্ষিতে এই নিউজের প্রতিবেদক ঠিক কি কারনে গ্রাহক তাদের নাম্বারে ক্যাশ আউট করার পরও নির্দিষ্ট সময়ে টাকা জমা করেনা বা হাতিয়ে নেয় তা জানার জন্য তাদের মেইল ঠিকানাই যোগাযোগ করলেও কোনো উত্তর তারা দেয়নি।


এমতাবস্থায় সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে বিশিষ্টজনদের  দাবী শীগ্রই বন্ধ করা হোক এই রকম জুয়ার প্লাটফর্ম। না হলে বর্তমান প্রজন্ম অনলাইন জুয়ায় আসক্তি হয়ে ঘটাবে নানা রকম কুর্কম।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions