বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

মহালছড়িতে লুহডিক সংগঠনের উদ্যেগে লুহডিকসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরন

প্রকাশঃ ১২ এপ্রিল, ২০২১ ০৯:৫১:২৪ | আপডেটঃ ২৭ মার্চ, ২০২৪ ০৮:৪৪:১৬  |  ৮০১

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। বৈসাবি উপলক্ষে খাগড়াছড়ি জেলার মহালছড়ি মনাটেক গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন লুহডিক এর উদ্যোগে মনাটেক সহ কয়েকটি গ্রামে লুহডিক, লুঙ্গি ও গামছা বিতরন করা হয়েছে।


পাহাড়ীদের সবচেয়ে বড় উৎসব বৈসাবি শুরুর ফুল বিজুর দিনে মহালছড়ির বিভিন্ন গ্রামের প্রায় ৩০ জন বয়বৃদ্ধকে লুহডিক(বৃদ্ধদের ব্যবহারের লাঠি), লুঙ্গি ও গামছা বিতরণ করা হয়।


এই সময় লুহডিক সংগঠনের সভাপতি রত্ন উজ্জল চাকমা সহ কমিটির বিভিন্ন সদস্য ও গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions