বৃহস্পতিবার | ২১ নভেম্বর, ২০২৪

বান্দরবানের বাঘমারায় প্রতিপক্ষের গুলিতে জেএসএস সংস্কারের জেলা সভাপতিসহ ৬জন নিহত

প্রকাশঃ ০৭ জুলাই, ২০২০ ১০:১৪:১৮ | আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ১১:৫১:৩৭  |  ১৮৪৪৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রাজবিলার বাঘমারা এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর দুগ্রুপের গোলাগুলিতে জেএসএস সংস্কার এর ৬জন নিহত হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরো অন্তত তিনজন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার ভোর রাতে পার্বত্য চট্টগ্রাম  জনসংহতি সমিতি (জেএসএস) এর মূল ও সংস্কার এ দুগ্রুপের সঙ্গে গুলাগুলির ঘটনা ঘটে। এঘটনায় গুলিতে জেএসএস এর সংস্কার    গ্রুপের ৬ জন নিহত হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছে আরো ৩জন।

নিহতরা হলেন: জেএসএস এমএন লারমা গ্রুপের বান্দরবান জেলা সভাপতি (১)রতন তংচঙ্গ্যা, (২)প্রজিত চাকমা (৩) ডেবিড (৪) মিলন চাকমা (৫) জয় ত্রিপুরা (৬)দিপেন ত্রিপুরা । আহতরা হলেন :(১) বিদ্যুৎ ত্রিপুরা (২)নিরু চাকমা অন্য  একজনের নাম জানা যায়নি।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার জানান, ঘটনায় ৬ জন ঘটনাস্থলে মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ হয়েছে আরো ৩জন। তিনি আরো জানান,ঘটনার তদন্তে পুলিশের টিম কাজ করে শুরু করেছে পরে বিস্তারিত জানা যাবে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions