বৃহস্পতিবার | ২১ নভেম্বর, ২০২৪

সাফ বিজয়ী কন্যাদের পাহাড়েও দেওয়া হবে সংবর্ধনা

প্রকাশঃ ৩১ অক্টোবর, ২০২৪ ০৯:৫১:২৮ | আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ০৪:৫১:৩৪  |  ১০৪০

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। উইমেন' সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের তিন কন্যাকে এবারও সংবর্ধনা দেওয়া হবে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে কথা জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন খান।

 

জেলা প্রশাসক বলেন, নেপালের কাঠমাণ্ডুতে টানা দ্বিতীয়বারের মতো উইমেন' সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের কন্যাদের এবারও সংবর্ধনা দেওয়া হবে। আমরা পরিকল্পনা করছি, এবারের সংবর্ধনা অনুষ্ঠান কিভাবে কেমন আয়োজনে করা যায়।

 

গত বুধবার নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে - গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরেছে বাংলাদেশ নারী ফুটবল দলও। এবার দেশের হয়ে আলো ছড়ালো পাহাড়ের বীর কন্যারা।নেপালের গোলবারে যে দুইটি বল গিয়েছে; তার দুটোই দিয়েছেন পাহাড়ের বীর কন্যা কনিকা চাকমা ঋতুপর্ণা চাকমা।

 

শেষ দিকে ৮১তম মিনিটে ঋতুপর্ণার দুর্দান্ত এক গোলে - গোলে সমান ম্যাচে ফের পিছিয়ে পড়ল নেপাল। এর আগে, ৫২তম মিনিটে প্রথম গোলটি দিয়েছিল মনিকা চাকমা। অবশ্য প্রথম গোলের চার মিনিটের মাথায় গোল শোধ করে দিয়েছিল নেপাল। কিন্তু ঋতুপর্ণার দুর্দান্ত গোল আর শোধ করতে না পেরে নিজেদের মাঠে হেরেই মাঠ ছাড়লো।

 

খেলায় সেরা খেলোয়াড় হয়েছে রাঙামাটির কন্যা ঋতুপর্ণা চাকমা এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছে রূপনা চাকমা।

 

পাহাড়ের মেয়ে ঋতুপর্ণা চাকমার গ্রামের বাড়ি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম মগাছড়ি গ্রামে। রূপনা চাকমার বাড়ি রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূঁইয়াদাম গ্রামে। আর মনিকা চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার লক্ষ্মীছড়ি ইউনিয়নের সুমান্ত পাড়ায়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions