শনিবার | ০৯ নভেম্বর, ২০২৪

বিএনপির মামলায় কাউখালী আওয়ামীলীগের ২ নেতা কারাগারে

প্রকাশঃ ২৯ অক্টোবর, ২০২৪ ০৮:৩৮:২০ | আপডেটঃ ০৯ নভেম্বর, ২০২৪ ০৮:০১:২৩  |  ৬৯৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাজাই মং মারমার বাড়িতে হামলা, ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় রাঙামাটিতে আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে মামলায় জামিন নিতে কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংক্যজ চৌধুরী ও কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি অভিমং চৌধুরী কে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হন, আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে গ্রেফতার পরবর্তী কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

কোর্ট সূত্রে জানা যায়, উক্ত মামলায় এজাহারভুক্ত আসামিরা আতœসমর্পণ করে এবং তাদের পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আদালতে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধীতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে গ্রেফতার পরবর্তী কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে একই মামলায় তিনজন অজ্ঞাত আসামী কে গ্রেফতার করা হয় এবং আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য: গত ২১ সেপ্টেম্বর বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করে আরো ১৫/২০জন অজ্ঞাতনামা আসামি করে কাউখালি থানায় একটি মামলা দায়ের করা হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions