রাঙামাটির বরকলে বিএনপি উপজেলা কার্যালয় উদ্বোধন রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন নতুনভাবে সাজানো হবে বান্দরবান জেলা পরিষদ : অধ্যাপক থানজামা লুসাই সাফ বিজয়ী কন্যাদের রাঙামাটিতে সংবর্ধনা দেয়া হবে শনিবার আদালতের এজলাসে ২ আইনজীবীর বাকবিতন্ডা, আইনজীবীর চেম্বারে হামলার অভিযোগ
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সরকারি কোয়াটারে আগুনের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প (এসএস সিএইচটি) কার্যালয় সহ আলি আকবর হোসেন নামে এক সিএনজি চালকের বাড়ি পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও পুলিশের তথ্যমতে আগুনের ঘটনায় ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ন কবীর আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুর পনে ১ ঘটিকায় আগুনের বিষয়টি স্থানীয়দের নজড়ে আসে পরে সংবাদ পেয়ে পুলিশ ও বিজিবি এবং স্থানীয়দের সহায়তায় এক ঘন্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে এরপর যোগ দেয় দিঘিনালা উপজেলার ফায়ার সার্ভিস দল।
আগুনের সময় বাড়ি ও কার্যালয়ে কেউ ছিলো না বলে জানায় পুলিশ। ফায়ার সার্ভিস টীম এর ধারণা বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
দেশের সর্ব বৃহত্তর উপজেলা এখনো কোন ফায়ার স্টেশন না থাকায় আগুনে প্রতিবছর কোটি টাকার ক্ষতি হচ্ছে।
তাই স্থানীয়দের দাবি দ্রুত সময়ে বাঘাইছড়িতে ফায়ার স্টেশন স্থাপন করার।
এর আগেও ১৪ (এপ্রিল) ২০২১ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কোয়ার্টার এ ভয়াবহ আগুন লেগে পুরো কার্যালয়টি সম্পূর্ন পুড়ে যায়।