রাঙামাটির বরকলে বিএনপি উপজেলা কার্যালয় উদ্বোধন রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন নতুনভাবে সাজানো হবে বান্দরবান জেলা পরিষদ : অধ্যাপক থানজামা লুসাই সাফ বিজয়ী কন্যাদের রাঙামাটিতে সংবর্ধনা দেয়া হবে শনিবার আদালতের এজলাসে ২ আইনজীবীর বাকবিতন্ডা, আইনজীবীর চেম্বারে হামলার অভিযোগ
সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। রাঙামাটির বিভিন্ন এলাকা থেকে দেশীয় তৈরি চোলাই মদ সংগ্রহ করে এম্বুলেন্স দিয়ে পাচার কালে কাউখালী থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতর কাছ থেকে ৯৭লিটার মদ উদ্ধার ও পাচার কাজে ব্যবহৃত এম্বুলেন্সটি জব্দ করা হই।
রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী উপজেলার বেতবুনিয়া হ্যাডম্যান পাড়া রাস্তার মুখে কাউখালী থানা পুলিশের একটি টিম অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশী করা কালে তাকে গ্রেফতার করা হই।
গ্রেফতারকৃত আসামী বাঁশখালী উপজেলার,শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামের মুন্সি ফজলুল কাদের সিকদারের ছেলে , মোহাম্মদ তানবীর কাদের (২১)।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানান মাদক পাচার রোধে কাউখালী থানা পুলিশের জিরো টলারেন্স নীতির কারনে মাদক উৎপাদন এবং পাচারকারীরা এখন ভিন্ন পথ অনুসরন করছে।
আজ সকালে বেতবুনিয়া বেতবুনিয়ার হেডম্যান পাড়া এলাকা থেকে এম্বুলেন্সে অভিযান চালিয়ে চালিয়ে দেশিয় তৈরী চোলাইমদ একজনকে গ্রেফতার করে। এ ব্যাপারে কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কাউখালী থানায় মামলা দায়ের করে আসামীকে রাঙামাটির আদালতে প্রেরন করা হয়েছে।