রাঙামাটির বরকলে বিএনপি উপজেলা কার্যালয় উদ্বোধন রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন নতুনভাবে সাজানো হবে বান্দরবান জেলা পরিষদ : অধ্যাপক থানজামা লুসাই সাফ বিজয়ী কন্যাদের রাঙামাটিতে সংবর্ধনা দেয়া হবে শনিবার আদালতের এজলাসে ২ আইনজীবীর বাকবিতন্ডা, আইনজীবীর চেম্বারে হামলার অভিযোগ
সিএইচটি টুডে ডট কম,(কাউখালী ) রাঙামাটি। কাউখালী উপজেলার রাঙ্গীপাড়া এলাকাতে পানিতে ডুবে আফ্রিদা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়েনর ১নং ওয়ার্ডের রাঙ্গীপাড়া এলাকায় নিজ বাড়ির পাশে পুকুরে পড়ে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটি ওই গ্রামের আফজাল হোনেনের ছোট মেয়ে।
আত্বীয় ও পুলিশ জানায়, সকালে আফ্রিদাকে বাড়ির উঠানে রেখে তার মা কাজে গিয়েছিলেন। শিশুটি উঠানের আশে পাশে খেলা করছিল। একপর্যায়ে মাকে খুজতে বের হলে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর মা শিশুটিকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। তাঁর ডাকে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে পুকুরের পানিতে শিশুটিকে পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফ্রিদাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম সোহাগ বলেন, অসচেতনতায় এমনটি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুটির মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।