শুক্রবার | ২২ নভেম্বর, ২০২৪

রাঙামাটিতে জাতীয় এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু

প্রকাশঃ ২৪ অক্টোবর, ২০২৪ ০৪:১৩:২২ | আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ০৮:২২:৫২  |  ২৫৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে জাতীয় এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।  বৃহস্পতিবার সকালে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে প্রদান অতিথি থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।

প্রধান অতিতির বক্তব্যে তিনি বলেন, ক্যান্সার থেকে বাঁচতে ছাত্রীদের টিকা নিতে হবে। এইজন্য গণমাধ্যম, ধর্মীয় গুরুদের কিশোরীদের টিকাদান গ্রহণে  সচেতনতা ও উৎসাহ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অনুরোধ জানান।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, জেলার ৫০ ইউনিয়নের ৯৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ ম থেকে ৯ ম শ্রেনীর ২৭ হাজার ৯০০ ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বর্হিভূত ১০-১৪ বছর বয়সী এক হাজার ৫৬৭জনসহ সর্বমোট   ২৯ হাজার ৪৬৭ জন কিশোরীকে এইচপিভি টিকা প্রদান করা হবে। ২৪ নভেম্বর পর্যন্ত টিকা কার্যক্রম চলবে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে জানানো হয়।

সিভিল সার্জন ডা: নূয়েন খীসার সভাপতিত্বে এসময় পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions