শনিবার | ০৯ নভেম্বর, ২০২৪

রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১হাজার পরিবার পেলো রেড ক্রিসেন্টের খাদ্য সামগ্রী

প্রকাশঃ ১০ অক্টোবর, ২০২৪ ০৬:১৯:০৬ | আপডেটঃ ০৯ নভেম্বর, ২০২৪ ০৬:২৫:৫৬  |  ৫১৯

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সার্বিক সহযোগিতায় জেলার বাঘাইছড়ি লংগদু উপজেলায় সম্প্রতি বন্যা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

 

বৃহস্পতিবার(১০ অক্টোবর) সকালে বাঘাইছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার সাড়ে পাঁচ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে গত বুধবার(০৯ অক্টোবর) লংগদু উপজেলায় সাড়ে চার শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

 

এসময় রাঙামাটি জেলা ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা রাসেল বণিক এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে আজীবন সদস্য বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, আজীবন সদস্য উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, এস আই ওয়াহিদুল আলম সহ বাঘাইছড়ি যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।

 

সভায় বক্তারা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবকদের কাজের প্রশংসা করে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে সহায়তা অব্যাহত রাখতে আহ্বান জানান সকলের প্রতি। অন্যদিকে খাদ্য সামগ্রী পেয়ে উপকার ভোগীরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

 

বিতরণকৃত খাদ্য সামগ্রী মধ্যে ছিল সাড়ে সাত কেজি চাল কেজি মসুর ডাল, লিটার সয়াবিন তেল, কেজি চিনি, কেজি, লবণ, ৫০০ গ্রাম  সুজি।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions