রাঙামাটির বরকলে বিএনপি উপজেলা কার্যালয় উদ্বোধন রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন নতুনভাবে সাজানো হবে বান্দরবান জেলা পরিষদ : অধ্যাপক থানজামা লুসাই সাফ বিজয়ী কন্যাদের রাঙামাটিতে সংবর্ধনা দেয়া হবে শনিবার আদালতের এজলাসে ২ আইনজীবীর বাকবিতন্ডা, আইনজীবীর চেম্বারে হামলার অভিযোগ
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের আওতাধীন চারটি পূজা মন্ডপের অনুষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করেছে সেনাবাহিনী।
লংগদু জোনের জোন অধিনায়কের কার্যালয়ে মন্দির কমিটির দায়িত্বশীলদের হাতে আর্থিক অনুদান তুলে দেন জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া।
অনুদানকৃত মন্দিরগুলো হলো- মাইনী শ্রী শ্রী হরি মন্দির, জালিয়াপাড়া শ্রী শ্রী শিব মন্দির, দুড়ছড়ি শ্রী শ্রী জগন্নাথ মন্দির ও লংগদু শ্রী শ্রী রাধা কৃষ্ণ সেবাশ্রম মন্দির।
সেনাবাহিনীর আর্থিক সহায়তা পেয়ে মন্দির কমিটির নেতৃবৃন্দ বলেন, প্রতিবছরই বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন আমাদের এভাবে সহযোগিতা করে আসছে। সেনাবাহীনির এমন ভালোবাসায় আমরা কৃতজ্ঞ।
লংগদু সেনা জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া বলেন, শান্তি সম্প্রীতি ও দেশ প্রেমে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার স্বার্থে মোতায়ন আছে।