চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।রাঙামাটির লংগদু প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সোমবার (২৮ আগস্ট) দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা মো. এখলাছ মিঞা খান, সভাপতি ওমর ফারুক মুছা, সাধারণ সম্পাদক আবু দারদা খান আরমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এবিএস মামুন প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম লংগদু উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করে বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। লংগদু উপজেলা পার্বত্যাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থান। এ উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে লংগদুতে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
প্রসঙ্গত, ৩৫তম বিসিএস'র এ কর্মকর্তা এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মরত ছিলেন।