রবিবার | ০১ ডিসেম্বর, ২০২৪
''সম্প্রতি ও উন্নয়ন প্রকল্প'' এর আওতায়

নানিয়ারচর জোনের উদ্যোগে খেলাধুলা সামগ্রী এবং আর্থিক সহায়তা প্রদান

প্রকাশঃ ২৭ অগাস্ট, ২০২৩ ০৫:০৫:৩৪ | আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ ০১:৪৫:২৪  |  ৫৮২

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  নানিয়ারচর জোনের আওতাধীন সাবেক্ষং কিংস ইলিভেন্ট ক্লাব এবং ছয়কুরিবিল ক্লাব আর্থিক সংকটের দরুন খেলাধুলা সামগ্রী ক্রয় করতে না পারাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নানাবিধ জটিলতার সম্মুখীন হচ্ছে বিষয়টি জানতে পেরে  আজ ২৭ আগষ্ট  নানিয়ারচর জোন কর্তৃক সাবেক্ষং কিংস ইলিভেন্ট ক্লাব এবং ছয়কুরিবিল ক্লাব এর মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়


সময় বিএ-৭০৭৮ লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন, পিএসসি, জোন কমান্ডার, নানিয়ারচর জোন, সাবেক্ষং কিংস ইলিভেন্ট ক্লাবকে ২৪ জোড়া জার্সি, ২টি ফুটবল, ১টি ভলিবল এবং ১টি ভলিবল খেলার নেট প্রদান করেন পাশাপাশি তিনি ছয়কুরিবিল ক্লাবকে ১৬ জোড়া জার্সি, ২টি ফুটবল এবং একটি হ্যান্ড গ্লাভস প্রদান করেন


এছাড়াও তিনি অত্র জোনের আওতাধীন বামফিল্যান্ড এলাকার শাবনূর আক্তার'কে পরীক্ষার ফি বাবদ আর্থিক সহায়তা প্রদান করেন


এসময় তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় এমন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions