চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। কাপ্তাই হ্রদ বেষ্টিত রাঙামাটির লংগদু উপজেলার অন্যতম দৃষ্টিনন্দন দ্বীপ কাট্টলী। এই দ্বীপকে ঘিরে গড়ে ওঠা কাট্টলী বাজারে আগুনে পুড়েছে আট দোকান।
শুক্রবার গভীর রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
স্থানীয়দের তথ্যমতে জানা যায়, শুক্রবার রাত ২টার দিকে হঠাৎ আগুন লাগে বাজারে। এ সময় বাজারের সবাই গভীর ঘুমে ছিল। আগুন লাগার পরপরই বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে ততক্ষণে বাজারের আটটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই যায়।
ব্যবসায়ী হাফিজুর রহমান জানান, বাজারের একটি চায়ের দোকানের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আগুনে বাজারের ৩টি খাবার হোটেল, ২টা ওয়ার্কশপ, ২টা জালের দোকান ও একটি ইলেকট্রনিক্স এর দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
ভাসান্যদম ইউনিয়ন পরিষদের সদস্য ও বাজারের ব্যবসায়ী আব্দুল মোনাফ জানান, আগুনে বাজারের ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ব্যবসায়ী ও দোকান মালিকদের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
শনিবার বিকালে জেলা পরিষদ সদস্য আব্দুর রহিম, আছমা বেগম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান।