রবিবার | ০১ ডিসেম্বর, ২০২৪

লংগদুতে ধর্ষনের অভিযোগে দন্ডপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিমকে স্থায়ী বহিস্কারের দাবি

প্রকাশঃ ২৪ অগাস্ট, ২০২৩ ০২:০৩:১৪ | আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ ১২:৫৪:০২  |  ৬৩৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। নিজ বিদ্যালয়ের ছাত্রী ধর্ষনে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত  ও করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমকে প্রধান শিক্ষকের পদ থেকে বহিস্কার ও যাবজ্জীবন সাজা বহালের দাবীতে বৃহস্পতিবার রাঙামাটির লংগদুতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সমাবেশে শিক্ষাথীরা আব্দুল রহিমকে বিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিস্কার না করা পর্যন্ত রোববার থেকে অনির্ষ্টকালের জন্য ক্লাশ বর্জনের ঘোষনা দেয়।

উপজেলা সদরের বাইট্ট্যা পাড়া সড়কে করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের শিক্ষাথী ও এলাকাবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন লংগদু সদর ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, অভিভাবক এরিক চাকমা, সাবেক ছাত্র কল্যাণমিত্র চাকমা, বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র লিটু চাকমা।  মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষাথী ও অভিভাবকরা অংশ নেন।

সমাবেশে অভিভাবকরা ধর্ষক আব্দুর রহিমকে প্রধান শিক্ষক পদ থেকে স্থায়ী বহিস্কার ও আদালতে রায়ের যাবজ্জীবন কারাদন্ড বহাল রাখার দাবী জানান।

উল্লেখ্য, ২০২০ সালে বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষনের মামলার দায়ে পুলিশ  আব্দুর রহিমকে গ্রেফতার করে। দীর্ঘ দুবছর পর রাঙামাটির  আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও দশ লক্ষ টাকা জরিমানা করে। চলতি বছরের গেল ২১ জুন কাবিননামা ও এক একর জমি তিন লক্ষ টাকা দলিলনামা দাখিল করে হাইকোর্ট থেকে তিন মাসের জন্য অন্তর্বতীকালীন জামিন নেন আব্দুর রহিম।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions