রাঙামাটি অটোরিক্সা সমিতির যুগ্ন-সম্পাদক পদ হতে অব্যাহতি নিলেন বেলাল
প্রকাশঃ ২৩ অগাস্ট, ২০২৩ ০১:১৮:১২
| আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ ১২:২৫:৫৪
|
২৩৪৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির বর্তমান কার্য্যকরি পরিষদের বিরুদ্ধে সংগঠনে নানান আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে স্বেচ্ছায় দায়িত্বরত যুগ্ন-সম্পাদক পদ হতে অব্যাহতি নিয়েছেন মো: বেলাল হোসেন।
গত রোববার (২০ আগষ্ট) দুপুরে ডাক বিভাগের মাধ্যমে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি/সাধারন সম্পাদক বরাবরে প্রেরিত পদত্যাগ পত্র পাঠান মো: বেলাল হোসেন।
সভাপতি/সাধারন সম্পাদক বরাবরে প্রেরিত অব্যাহতি পত্রে বলা হয়, বিগত ১৫/০৩/২০২২ : রোজ শনিবার সংগঠনের বার্ষিক নির্বাচনে আমি যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হই। উল্লেখ্য যে, এই বর্তমানে অত্র সংগঠনের নিরহ চালক শ্রমিকদের স্বার্থ বিরোধী বিভিন্ন কার্যকলাপসহ আর্থিক অনিয়ম ও দুর্নীতি পরিলক্ষিত হয়। যাহা শ্রমিকদের সাথে উন্নান সুন্দর ভাবে পরিচালনায় বাঁধা গ্রস্থ হচ্ছে। শ্রমিকদের স্বার্থে উন্নয়ন বা সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনায় বাধাগ্রস্থ হওয়ায় ও আর্থিক অনিয়ম এবং দুর্নীতি অব্যাহত থাকায় আর্থিক অনিয়ম ও দুর্নীতি অব্যাহত থাকায় আমার দায়িত্ব প্রাপ্ত পদ হইতে স্বেচ্ছায় অব্যাহতি পাওয়ার জন্য মহোদয়ের নিকট আবেদন করিলাম। উল্লেখ্য থাকে যে, যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পর হইতে অদ্যবধি সংগঠনের কোন নেতৃবৃন্দ আমার স্বাক্ষরিত কাগজ মূলে কোন অর্থ পাওনা থাকিলে তাহা আমি পরিশোধ করিতে বাধ্য থাকিব।
অব্যাহতির বিষয়ে জানতে চাইলে বেলাল জানান, আমি কারো প্ররোচনা বা হুমকিতে পদত্যাগ করছিনা। নিজের সম্মান বাঁচাতে সাধারণ সদস্যদের অধিকারের কথা চিন্তা করে অব্যাহতি নিয়েছি। কারণ, আমাদেরকে না জানিয়েই তারা সমিতির জায়গা ক্রয় করেছে এবং ব্যাংক থেকে সাধারণ সদস্যদের মৃত্যু ফান্ডের টাকাগুলো তুলে ফেলেছে। সুতরাং আমি কারো দুর্নীতির ভাগিদার হতে চাই না। তিনি বলেন, সম্পূর্ন আমাদের অগোচরে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ মিলে সকল অপকর্ম সম্পাদন করেছে।
এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু জানান, অব্যাহতি পত্র ডাকযোগে পাঠিয়েছে আমরা মিডিয়ার মাধ্যমে শুনেছি কিন্তু পত্র এখনো হাতে পায়নি। হাতে পেলে কার্য্যকরি কমিটি মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিবো। অব্যাহতির নামে বেলাল সাহেব মিথ্যাচার করছেন। বরং তিনি সংগঠনে নানান সময় অনিয়ম করেছেন। আমরা বিভিন্ন সময় তাকে সংগঠন হতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। ভবিষ্যতে আর অনিয়ম করবে না বলে অঙ্গিকার দিলে পার পান। তিনি বলেন, সংগঠনের নির্বাচনে পরাজিতরা এসব বিভ্রান্তমূলক তথ্য দিচ্ছেন। সমিতিরি সাধারণ সদস্যদেও ভুল বুঝাচ্ছেন। আমাদের বিরুদ্ধে তার আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
উল্লেখ্য- রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সভাপতি পরেশ মজুমদার ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু সহ বর্তমান কার্য্যকরি পরিষদের বিরুদ্ধে প্রান্তিক এলাকার দুর্গম পাহাড়ে ক্রয়কৃত বর্তমান জমির মূল্যের ৪গুণ বেশি দামে ক্রয়ের অভিযোগ উঠেছে। এরই মধ্যে স্বেচ্ছায় দায়িত্বরত যুগ্ন-সম্পাদক পদ হতে অব্যাহতি নিয়েছেন মো: বেলাল হোসেন।