রবিবার | ০১ ডিসেম্বর, ২০২৪

উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সাথে রাঙামাটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মত বিনিময়

প্রকাশঃ ২০ অগাস্ট, ২০২৩ ০৮:৩৫:২৭ | আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ ০৮:৫০:০৫  |  ৫৮২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড যেভাবে কাজ করছে তা আমার পক্ষ থেকে অব্যাহত রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, তিন পার্বত্য জেলায় নতুন ভাবে অবকাঠামোগত উন্নয়ন করা দরকার সেখানে কার্যকর পদক্ষেপ গ্রহনের বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।

আজ রবিবার (২০ আগষ্ট) সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নব নিযুক্ত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমার সাথে রাঙামাটি প্রেস ক্লাবের নেততৃবৃন্দের মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের কক্ষে মত বিনিময় ও সৌজন্য সাক্ষাৎকালে রাঙামাটি প্রেস ক্লাবের পক্ষ থেকে নেতৃবৃন্দ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান ।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য-বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ, রাঙামাটি নিবার্হী প্রকৌশলী তুষিত চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সহ সভাপতি অলি আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, কোষাধ্যক্ষ পুলক চক্রবর্তীসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা আরো বলেন, যেসব এলাকায় ইতিপূর্বে কোন প্রকল্প গ্রহণ করা হয়নি সেসব এলাকায় স্থানীয় জনসাধারণের চাহিদা ভিত্তিতে বাস্তবমুখী প্রকল্প নেয়া হবে বলে। তিন পার্বত্য জেলায় যেখানে উন্নয়নের ছোয়াঁ পৌছায়নি এই বিষয়টাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অত্যন্ত গুরুত্ব সহকারে আমলে নেয়া হবে। এক্ষেত্রে বিভিন্ন পত্রিকার প্রিন্ট/ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীকে জনকল্যাণের স্বার্থে বিশেষ ভূমিকা রাখার আহবান জানান।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions