পাহাড় এবং সমতলের মধ্যে কোন বিভেদ থাকবে না এমন বাংলাদেশ চাই : হাসনাত আবদুল্লাহ রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘাইছড়ির সাবেক মেয়রের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ কাজে দীর্ঘসূত্রিতা পরিহার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : পার্বত্য উপদেষ্টা
সিএইচটি টুডে ডট কম, জুড়াছড়ি (রাঙামাটি)। রাঙামাটির জুরাছড়িতে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে চতুর্থ শ্রেনীর এক শিক্ষার্থীকে যৌন নিপিড়নের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে কনষ্টেবল রবিউল ইসলামকে রাঙামাটি সদরে ক্লোজড করা হয়েছে।
শিশুটি ও তার সহপাঠীদের ভাষ্যমতে গত শনিবার (২৭ মে) সহপাঠীদের সাথে প্রাইভেট পড়তে যাওয়ার পথে উপজেলার সোনালী ব্যাংকের পেছনে শিশু শিক্ষার্থীকে ঝাপটে ধরে ফেলে কনষ্টেবল রবিউল। এসময় শিশুটির সহপাঠীদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়ে জরিয়ে ধরে। পরে যৌন পথে ও পেছনে দুই হাতে জোড়ে চাপ দেয়। এতে শারীরিক সমস্য দেখা দেওয়ায় সোমবার শিশুটিকে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য নেওয়া হয়। এতে কর্তব্যরত চিকিৎসক সহকারী সার্জন ডা. মোঃ আসিফ খান মূত্রনালী ও যৌনাঙ্গনে আঘাতের চিহৃ রয়েছে বলে স্হানীয় কার্বারী আশুগোপাল চাকমা ও শিশুটির অধ্যায়নরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমাকে অবগত করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা ঘটনাটি খুবই দুঃখ জনক উল্লেখ করে দ্রুত প্রশাসনিক সহযোগিতার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবগত করেছেন বলে জানান তিনি।
এদিকে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথের সম্মুখে পুলিশ কনস্টেবলকে চিহিৃত করে শিশুটি। ভুক্তভোগীর পিতা মঙ্গলবার জুরাছড়ি থানায় মামলা দায়ের করেন কনস্টেবলের বিরুদ্ধে।
জুরাছড়ি থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, পুলিশ সদস্য বিরুদ্ধে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে অভিযুক্তকে মৌখিক নির্দেশনা অনুযায়ী রাঙামাটি সদরে ক্লোজড করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ বলেন, কোন অবস্থায় বিন্দু মাত্র ছাড় নয়, যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু বলেন, অভিযুক্তর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হয়েছে। মামলা অনুযায়ী অভিযুক্তর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।