শনিবার | ২১ সেপ্টেম্বর, ২০২৪

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের জেলা পুলিশ কর্তৃক মানবিক সহায়তা প্রদান

প্রকাশঃ ০৯ মে, ২০২৩ ০৪:১৯:৪৭ | আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:৫০:১৪  |  ৩৮৩

সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি (রাঙামাটি)বিলাইছড়িতেজেলাপুলিশরাঙামাটির পক্ষে পার্বত্যঅগ্নিকান্ডেক্ষতিগ্রস্তমোট৪০  পরিবারকেমানবিকসহায়তাপ্রদানকরাহয়েছে। 

 

মঙ্গলবার সকাল ১১টার  সময় বাজার মাঠে সহায়তা প্রদান করেন  মোঃ  মীর আবু তৌহিদ,বিপিএম (বার),পুলিশ সুপার রাঙমাটি পার্বত্য জেলা। তিনি  ০২নং ইউনিয়ন কেংড়াছড়ি বাজার আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া স্থান পরিদর্শন সময় ক্ষতিগ্রস্ত ৪০ জন ব্যাবসায়ী পরিবারের মাঝে -সব ত্রান সহায়তা প্রদান করেন। 

 

এসময় আরো উপস্থিত ছিলেন,মোঃ মারুফ আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাঙামাটি পার্বত্য জেলা, মোঃ জাহিদুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)  মোহাম্মদ আলমগীর,অফিসার ইনচার্জ বিলাইছড়ি থানা। এ ছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিবৃন্দ, বিলাইছড়ি থানা পুলিশ সদস্য সহ ক্ষতিগ্রস্ত  পরিবারের লোকজন

 

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাউল= ১৫ কেজি, ডাল= ০২ কেজি।আলু= ০৫ কেজি, সয়াবিন তৈল= ০২ লিটার, চিড়া= ০২ কেজি, চিনি= ০১ কেজি। লবন= ০১ কেজি, বিস্কুট= ০২ প্যাকেট করে প্রদান করা হয়।

 

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions