শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

বিলাইছড়িতে লোকালয়ে বন্য শূকরের আক্রমণে ৩ জন গুরুতর আহত

প্রকাশঃ ০২ এপ্রিল, ২০২৩ ০৪:৫১:০০ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ১০:২৫:৫৯  |  ৬৪১

সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি (রাঙামাটি)রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায়  কেংড়াছড়ি ইউনিয়নে কেরনছড়ি এলাকায় লোকালয়ে  একটি বড় বন্য শুকরের আক্রমণে বা কামড়ে গুরুতর আহত বা জখম অবস্থায়    জনকো হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যায় হাসপাতাল সূত্রে।

 

এসময় কর্তব্যরত চিকিৎসক হিসেবে   উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেন, ডাঃ সারোয়ার, সিনিয়র স্বাফ নার্স প্রবীর তঞ্চঙ্গ্যা নিরিপনা চাকমা। রোগী   তিনজনই কেংড়াছড়ি ইউনিয়নে বাসিন্দা বলে জানা যায়।  তার মধ্যে ০২ জন পাহাড়ী এবং ০১জন বাঙ্গালী মহিলা। তিনজনকে রেফার করা হয়েছে বলেও জানা গেছে। 

 

রোববার ( ০২ এপ্রিল) হাসপাতাল সূত্রে আরো জানা যায়দুপুরে উপজেলা হাসপাতালে নিয়ে আনা হলে তাদের  পরিচয় মিলে। তাদের মধ্যে  একজনের নামঃ-সুজিত্রা চাকমা (৪৫),স্বামীঃ মৃত- বিমল ক্রান্তি চাকমা,গ্রামঃ- কেরনছড়ি,০৪ নং ওয়ার্ড,ইউনিয়নঃ-কেংড়াছড়ি।থানাঃ- বিলাইছড়ি আহতের স্থানঃ ডান হাতে কামড় দিয়ে জখম করেছে।আরেক জনের নামঃ- বেবী আক্তার (২৬)স্বামীঃ মোঃ আজমল, গ্রামঃ- গাছকাটাছড়া, ০৩ নং ওয়ার্ড ইউনিয়নঃ কেংড়াছড়ি থানাঃ বিলাইছড়ি আহতের স্থানঃ ডান পায়ের রানে এবং বাম হাতে কামড় দিয়ে জখম করে

 

অন্যজনের নামঃ- বিমলা চাকমা(৬৮), মৃতঃ পরমত কুমার চাকমাগ্রামঃ-কেরনছড়ি,০৪ নং ওয়ার্ড ইউনিয়নঃ কেংড়াছড়ি থানাঃ-বিলাইছড়ি আহতের স্থানঃ-শরীরের এবং হাতে বেশিরভাগ অংশে কামড় দিয়ে জখম করেছে

 

অনুমান মণের কাছাকাছি  বড় এই  শূকরটি কুতুবদিয়া পাহাড়ি  জমির এলাকায়  নলখাগড়া বনে প্রবেশ করেছ বলে জানা গেছে। আক্রমণাত্বক এই শুকরটিকে ধরার জন্য সকলে  চেষ্টা করতেছে। যদি  তাই না হয় গ্রিসলী ভয়াবহ শূকরের মুখোমুখি জন বাদে আরো হওয়ার সম্ভাবনা রয়েছে 

 

 

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions