লংগদুতে দুইদিনের বজ্রপাতে মারা গেলো ৫ গরু প্রধানমন্ত্রীই পাহাড়ের প্রত্যন্ত জনপদে আলো জ্বালানোর পথিকৃৎ : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি রাঙামাটি শহরের টিন্ডটি এলাকা থেকে গ্যাসের গুদাম অপসারণের দাবি রাবিপ্রবিতে GST গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটিতে শিশু অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রমজান মাসে বাজারের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং করেছেন রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে শহরেরর বনরুপা কাঁচা বাজার মনিটরিং করেন রাঙামাটি কোতোয়ালী থানার ওসি আরিফুল আমিন।
এসময় ওসি বাজারের প্রতিটি দোকানে নির্ধারিত মূল্য তালিকা ঝুঁলিয়ে আছে কিনা তা খতিয়ে দেখেন এবং ব্যবসায়ীদের সচেতন করেন।
ওসি আরিফুল আমিন বলেন, রমজান মাসে ক্রেতারা যাতে ন্যায্য মূল্যের পণ্য ক্রয় করতে পারে এবং নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এই বাজার মনিটরিং। নির্ধারিত মূল্য তালিকার বেশি পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।