শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা দল চ্যাম্পিয়ন

প্রকাশঃ ১৯ মার্চ, ২০২৩ ০৮:৫৪:২৭ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৫:১০:১৫  |  ১২৮৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাঙামাটি সদর উপজেলা শিরোপা  জিতেছে। ট্রাইবেকারে বিলাইছড়ি উপজেলা দলকে ৩-৪  গোলে হারিয়ে  দিয়ে রাঙামাটি সদর উপজেলা দল শিরোপা লাভ করে। 

রাঙামাটি মারী ষ্টেডিয়াম মাঠে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে খেলার প্রমার্থে  রাঙামাটি সদর উপজেলা দল ও বিলাইছড়ি উপজেলা দল গোল শুণ্য থাকে। খেলার দ্বিয়ার্থেও উভয় দল গোল শুন্য থাকায় খেলা ড্র হয়। পরে ট্রাইবেকারে বিলাইছড়ি উপজেলা দলকে ৩-৪  গোলে হারিয়ে দিয়ে  রাঙামাটি সদর উপজেলা দল শিরোপা জিতে নেয়। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে পুরুস্কার তুলে দেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এতে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইমতাজ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার  মারুফ আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোাহাম্ম শফিউল আজম।

খেলায় চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার এবং রানার্স-আপ দলকে ১৫ হাজার টাকাসহ ট্রপি তুলে দেওয়া হয়। এছাড়া রাঙামাটি রিজিয়নের পক্ষ চ্যাম্পিয়ন দলকে আরো ২৫ হাজার ও রানার্স-আপ দলকে ১৫ হাজার টাকা দেওয়া হয়।

উল্লেখ্য,দীর্ঘ নয় বছর পর গত রোববার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা উদ্বোধন করা হয়। খেলায় জেলার দশটি উপজেলা থেকে দশটি দল অংশ নেয়।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions