শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪
মানববন্ধন ও স্মারক লিপি পেশ

বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনী সহিংসতায় জড়িতদের বিচার ও নিহতদের পরিবারের পুর্নবাসন দাবী

প্রকাশঃ ১৯ মার্চ, ২০২৩ ০৮:২৯:১২ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৩:৪৫:০৩  |  ৪৩০

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়িতে   ২০১৯ সালের ১৮ই মার্চ  পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শেষে সাজেক থেকে  ভোটের ফলাফল নিয়ে উপজেলা সদরে   ফেরার পথে  কিলো নামক স্থানে সন্ত্রাসীদের  গুলিতে জন  নিহত আহতদের পরিবারকে পুনর্বাসন দোষীদের শাস্তির দাবিতে মানব বন্ধন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার  মাধ্যমে  প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে


আজ ১৯ মার্চ রবিবার  সকাল দশ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই মানববন্ধন এর আয়োজন করা হয় পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের কাছে স্মারক লিপি পেশ করেন নিহতের স্বজনরা ওই ঘটনায় জন নিহত ৩৩ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন আহতদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন 


ঘটনার পর সরকারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের পুর্নবাসন করার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি মানববন্ধনে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান   আব্দুল কাইয়ুম , সহ নির্বাচনী সহিংসতায় আহত নিহত পরিবারের সদস্য গন সহ  স্থানীয়রা  উপস্থিত ছিলেন

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions