শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

রাঙামাটিতে পর্যটকবাহী বাস উল্টে গিয়ে ২জন নিহত, আহত ৩

প্রকাশঃ ১৭ মার্চ, ২০২৩ ১০:৩০:৩০ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৬:৪৮:৫৫  |  ৬৪৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ শুক্রবার সন্ধ্যার দিকে রাঙামাটি শহরের মানিকছড়ি এলাকায়  পর্যটকবাহী একটি বাস উল্টে গিয়ে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

জানা গেছে, চট্টগ্রামের ভাটিয়ারী থেকে একটি বাসে করে ৩০ জন পর্যটক রাঙামাটিতে বেড়াতে আসেন। তারা রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পট ঘুরে সন্ধ্যার দিকে চট্টগ্রামের উদ্দেশ্য যাচ্ছিলেন। এতে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মানিকছড়ি এলাকায় পাহাড়ের ঢালু স্থানে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলে দুজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহতের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি। আহতরা হলেন হাসান উদ্দীন, আনসার খান ও নূর ইসলাম। দুর্ঘটনার পর পর মানিকছড়ি এলাকায়  চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দুদিকে বিপুল সংখ্যক যানবাহন আটকে পড়ে।

রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, পর্যটকবাহী বাসের দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions