পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দ বাতিলের সিদ্ধান্তে নিন্দা পিসিপি ও এইচডব্লিউএফর বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে এক নারী আহত, চমেক প্রেরণ বান্দরবানে অনুদানের চেক বিতরণ করলো জেলা প্রশাসক কমিটি প্রতিবেদন দেয়ার পর রামগড় স্থলবন্দরেরর বিষয়ে সিদ্ধান্ত: এম শাখাওয়াত ৫৩জন মিয়ানমার নাগরিককে পুশব্যাক, ৫মানব পাচারকারী জেল হাজতে
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙামাটি শাখার ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজমা রহমান সভাপতি, শাহ এমরান রোকন সাধারণ সম্পাদক, সাংবাদিক মোহাম্মদ সোলায়মান ট্রেজারার , সদস্য মুজিবুর রহমান, জামশেদ চৌধুরী , খোকন কুমার দে, জাতীয় কাউন্সিলার পদে চৌধুরী হারুনুর রশীদ, মুজিবুর রহমান ও যুব কাউন্সিলার পদে সানজিয়া জাহান চৌধুরী নির্বাচিত হন।
শনিবার (৩১ডিসেম্বর) সকালে এফপিএবি রাঙামাটি শাখা মিলনায়তনে সংস্থার বার্ষিক সাধারণ সভা ও শাখা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন রাঙামাটি শাখার সভাপতি মুজিবুর রহমান। দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট রাশেদ ইকবাল নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার আব্বাস উদ্দিন উপস্থিত ছিলেন।
পরে বিদায়ী ও নতুন নির্বাচিত পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।