অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকায় ‘আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে ব্যবসায়ীদের মানববন্ধন শান্তি-শৃংঙ্খলা রক্ষা আর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী রেস্তোরাঁয় বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে বান্দরবানে মানববন্ধন
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ প্রসীত গ্রুপের এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর জোন পানছড়ির কলাবাগানে অভিযান চালিয়ে সৈকত চাকমা (২৭) কে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনীর তথ্যমতে, সৈকত চাকমা পানছড়ির অক্ষয় কুমার পাড়ার বাসিন্দা। সে ইউপিডিএফ প্রসীত গ্রুপের হয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল। আটককৃত সৈকত চাকমাকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।