মঙ্গলবার | ২৮ জানুয়ারী, ২০২৫

লংগদুতে বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২২ ০৭:১৮:২৬ | আপডেটঃ ২৭ জানুয়ারী, ২০২৫ ০৪:৫৮:১৫  |  ৫৬৯

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)রাঙামাটির লংগদুতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু থানা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী শামসুল আলম প্রমুখ

 

আলোচনা সভায় বক্তাগণ বলেন, এদেশকে মেধা শূন্য করতে ১৯৭১ সনের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী দেশের সূর্য সন্তানদের নির্বিচারে হত্যা করে। পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ আবারও ঘুরে দাঁড়ায়। বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এই দেশকে ক্ষুধা দারিদ্র্য মুক্ত সোনার বাংলা হিসাবে বিশ্ববাসীর কাছে পরিচিত লাভ করিয়েছেন

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions