মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪
বান্দরবানের

নাইক্ষ্যংছড়িতে এসএসসি পরীক্ষার্থীর বিয়ে ঠেকালেন ইউএনও

প্রকাশঃ ২৬ নভেম্বর, ২০২২ ০৯:৪৩:৩৮ | আপডেটঃ ১৮ মার্চ, ২০২৪ ১১:৫৮:০১  |  ৪০৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর বাল্যবিয়ে ঠেকিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত, এসময় ওই ছাত্রীর মামাকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেল শর্মা। তিনি জানান, ১৮ বছর পূর্ণ না হওয়া এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। এই ধরনের অপরাধে জড়িত থাকার দায়ে ওই ছাত্রীর মামাকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। পরে উপযুক্ত বয়স হওয়ার আগ পর্যন্ত তার বিয়ে না দিতে পরিবারকে অঙ্গিকারও করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেল শর্মা আরো জানান, এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions