বুধবার | ১৭ এপ্রিল, ২০২৪
রাঙামাটিতে

কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্যে শেষ হল দুর্গোৎসব

প্রকাশঃ ০৫ অক্টোবর, ২০২২ ০৭:৫১:০৬ | আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ ০৫:২২:৪৮  |  ৫০০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। চারদিনব্যাপী পূজা-অর্চনা শেষে বুধবার বিকালে রাঙামাটিতে কাপ্তাই হ্রদে বিসর্জন দেয়া হয়েছে দেবী দুর্গার প্রতিমা। বিসর্জনের আগে গাড়িবহরে প্রতিমা নিয়ে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ করা হয়। এরপর কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙামাটিতে শেষ হল সনাতন হিন্দু স¤প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।

উৎসব ঘিরে শহরসহ মুখর ছিল গোটা পার্বত্য জেলা রাঙামাটি। এবার শহরসহ জেলায় মোট ৪২ পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিটি মন্ডপে সদ্ধর্মালম্বী পুণ্যার্থী ছাড়াও পাহাড়ি বাঙালির সব ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠী মানুষের সম্মিলনে তৈরি হয়েছিল সা¤প্রদায়িক স¤প্রীতির মেলবন্ধন। প্রশাসনের নিচ্ছিদ্র নিরাপত্তা প্রহরার মধ্যে রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয় দুর্গোৎসব।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions