শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

বাঙ্গালহালীয়ায় সেনা অভিযানে অস্ত্র গুলিসহ সন্ত্রাসী আটক

প্রকাশঃ ০৫ অক্টোবর, ২০২২ ০৬:৫৩:১৭ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ১১:২৬:২০  |  ৮৪৬

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কাপ্তাই সেনা জোনের আওতাধীন বাঙ্গালহালীয়া ক্যাম্পের সেনা সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে অংহ্লা প্রু মারমা (৫৫) নামের সশস্ত্র সন্ত্রাসীকে অস্ত্র, গুলি এবং চাঁদার নগদ অর্থসহ আটক করা হয় বুধবার ( অক্টোবর) সকালে। আটক ব্যক্তি জেএসএসের মূল দলের সশস্ত্র সক্রিয় সদস্য চাঁদাবাজ বলে জানা গেছে

 

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছেগোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গালহালীয়া ক্যাম্পের সেনা সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে রাজস্থলী উপজেলার ছাগল খাইয়া এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করা কালীন উক্ত এলাকায় গিয়ে  

 

অংহ্লা প্রু মারমাকে আটক করা হয়। এসময় তল্লাসি চালিয়ে তার কাছ থেকে ১টি এলজি, রাউন্ড গুলি এবং আদায়কৃত চাঁদার নগদ অর্থ উদ্ধার করা হয়। 

 

অংহলা প্রু মারমা দীর্ঘ দিন যাবত অবৈধ ভাবে অস্ত্রের ভয় দেখিয়ে সাধারন পাহাড়ী, বাঙ্গালীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। আটকব্যক্তি বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী এলাকার বাসিন্দা। সে জেএসএস (মূল) কর্তৃক নিয়োগকৃত সশস্ত্র কালেক্টর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

পরবর্তীতে তাকে চন্দ্রঘোনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার অস্ত্রসহ সশস্ত্র সন্ত্রাসী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন

 

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions