বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪

বতর্মান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধ পরিকর : নিখিল কুমার চাকমা

প্রকাশঃ ০৪ অক্টোবর, ২০২২ ০৯:১১:৫৭ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ১০:৩৫:৫২  |  ৫৩৬

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার বলেছেন,বতর্মান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধ পরিকর দেশের  সকল সনাতন সম্প্রদায়ের মানুষ যাতে সুষ্ঠুভাবে শারদীয় দুর্গা পুজা উৎসবমুখর পরিবেশে পালন করতে পারে সেই জন্য সরকার এবং আইনশৃংখলা বাহিনী গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন


 তিনি মঙ্গলবার রাঙামাটির লংগদু কাউখালী উপজেলার  বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে  পুজা উদযাপন পরিষদ এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এসব কথা বলেন

নিখিল কুমার চাকমা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মানুষকে  তার চিন্তা চেতনায় মেধা মননে   অসাম্প্রদায়িকতাকে নিজ মনের মধ্যে লালন করতে হবে

মঙ্গলবার সকালে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহা নবমীতে রাঙামাটির লংগদু কাউখালী উপজেলায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বী পুজারীদের সাথে শারদীয় শুভেচ্ছাও বিনিময় করেন তিনি


 এসময় রাঙামাটি জেলা পুজা উদযাপন পরিষদের সমন্বয় কমিটির প্রধান  সমন্বয়ক অমলেন্দু হাওলাদার, ডা: রনজিৎ নাথ, নিখিল দে, কুশল চৌধুরী উপস্থিত ছিলেনলংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান
সিরাজুল ইসলাম ঝন্টুসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions