বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪
রাঙামাটিতে পিবিএল'র সনদ প্রদান অনুষ্ঠান

নিজেকে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই : অংসুইপ্রু চৌধুরী

প্রকাশঃ ২১ সেপ্টেম্বর, ২০২২ ১০:৩৭:২৬ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৯:০৫:৫৩  |  ৫১৭

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য জেলা রাঙামাটিতে 'সাফল্যের তারকা', 'লেখাপড়া হবে খেলাপড়া' এবং 'প্রশিক্ষকদের প্রশিক্ষণ' কর্মসূচির সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

 

বুধবার বিকাল সাড়ে ৪টায় প্রো-বেটার লাইফ (পিবিএল) বাংলাদেশ লিমিটেড কার্যালয়ে সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে পিবিএল' নির্বাহী সভাপতি রণ জ্যোতি চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান রাখেন পিবিএল' ব্যবস্থাপনা পরিচালক অশোক কুমার চাকমা পিবিএল' পাবলিক রিলেশন এ্যান্ড সেলস ম্যানেজার নুকু চাকমা এবং 'সাফল্যের তারকা' সমন্বয়কারী মুকুল বিকাশ ত্রিপুরা অনুষ্ঠানের সঞ্চালনা করেন

 

এসময় শুভেচ্ছা বক্তব্যে অশোক কুমার চাকমা বলেন, লেখাপড়ার পাশাপাশি মানবিক বিকাশের জন্যই আমাদের কোর্সসমূহ সাফল্যের তারকায় শিক্ষার্থীরা- দায়িত্ববোধ, সততা, কর্তব্য, পাবলিক স্পিকিং, নেতৃত্ব, যোগাযোগ বিষয়গুলো শিখে থাকে যেটি পরর্বতীতে একজন শিক্ষার্থীকে মানবিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে সহজ করে

 

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, বর্তমান প্রতিযোগিতার যুগে শুধু লেখাপড়া করলে হয় না নিজেকে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের প্রয়োজন রাঙামাটিতে পিবিএল এর উদ্যোগ প্রশংসনীয়

 

এদিকে, সনদ প্রদান অনুষ্ঠানে 'সাফল্যের তারকা' যশোধরা চাকমা এবং 'লেখাপড়া হবে খেলাপড়া' নানজিবা ইফরিত সাফিকা বক্তব্য রাখেন

 

সনদ প্রদান অনুষ্ঠানে ৯৮ জনকে সনদ প্রদান করা হয়েছে

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions