মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

রাঙামাটিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশঃ ০৮ অগাস্ট, ২০২২ ১০:৩৫:১৪ | আপডেটঃ ১৭ মার্চ, ২০২৪ ০৭:৪৯:৩৭  |  ৪৫১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। “মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা” এই প্রতিপাদ্যে  রাঙামাটিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব  এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের   আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

আলোচনা সভায় জেলা প্রশাসক মো মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি নারী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় গণভবন থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যে সম্প্রচার করা হয়।

আলোচনা সভা শেষে মহিয়সী এর নারীর জন্মদিন উপলক্ষে অস্বচ্ছল উদ্যোগী ১৬ জন  মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions