বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪
রাঙামাটিতে

পার্বত্য চট্টগ্রামে পুষ্টির প্রতিশ্রুতি অগ্রসর বিষয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রকাশঃ ০৪ অগাস্ট, ২০২২ ১২:২৮:৪৬ | আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ ০৯:২৭:৩২  |  ৫০৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রামে পুষ্টির প্রতিশ্রুতি আগ্রসর বিষয়ে আজ বুধবার রাঙামাটিতে দিন ব্যাপী গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে পুষ্টির চাহিদা চেয়ে পাার্বত্য চট্টগ্রামে পুষ্টির ঘাটতি তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে।  এই পুষ্টি ঘাটতির চাহিদা বৃদ্ধি করতে হলে এ অঞ্চলে দীর্ঘ ও স্বপ্ল মেয়াদী পদক্ষেপ গ্রহন করতে হবে। পাশাপাশি স্থানীয় জনসাধারনকে পুষ্টি বিষয়ে সচেতনা সৃষ্টিসহ প্রতিটি প্রতিষ্ঠানকে পুষ্টি বিষয়ে বিশেষ এজেন্টা গ্রহন ও  ইউনিয়ন থেকে শুরু করে জেলার পুষ্টি কমিটিকে সক্রিয় করতে হবে।

রাঙামাটি  সরকারী পর্যটন মোটেল সন্মেলন কক্ষে জেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে লিডারশীপ টু এনসিওয়র এডইকুয়েট নিউট্রিশন(লীন) এর সহায়তায় আয়োজিত গোলটেবিল বৈঠকের সঞ্চালনা করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।  অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংশুই প্রু চৌধুরী, চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি ড. কাঞ্চন চাকমা প্রমুখ।

গোলটেবিল বৈঠকে বিভিন্ন সরকারী বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions