শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

কাপ্তাইয়ের দুই শিক্ষককে অশ্রুজলে স্মরণ করলেন সহকর্মীরা

প্রকাশঃ ০৩ অগাস্ট, ২০২২ ১২:০৮:১৫ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ১০:৪৯:৩৭  |  ৫১৪
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই ( রাঙামাটি)। রাঙামাটির কাপ্তাই উপজেলার কে আর সি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম নুরুল আলম এবং কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল হক এর স্মরণে এক স্মরণ সভা আজ বুধবার বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমুহের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সমন্বয়ে ঘটিত স্মরণ সভা আয়োজন উপ- কমিটি এই শোক সভার আয়োজন করেন।

এই স্মরণসভার উপ-কমিটির আহবায়ক কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজ্জামেল হোসেন এর সভাপতিত্বে এবং বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজেশ ভট্টচার্য্যের সঞ্চালনায় এসময় দুই প্রধান শিক্ষকের কর্মজীবন নিয়ে অশ্রুসিক্ত নয়নে স্মৃতিচারণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাদির আহামেদ, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক শাহবুদ্দীন আজাদ, কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উপজেলা স্কাউটস এর  সাধারন সম্পাদক মাহাবুব হাসান বাব্,ু কেপিএম স্কুলের প্রধান শিক্ষক রহিমা আক্তার রোজী, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুবিমল তনচংগা, চিৎমরম  উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ক্যাসুই প্রু মারমা, পাহাড়িকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অনিল কুমার নাথ, নারানগিরি সরকারি  স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মনচুরী, তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার  সুপার মোহাম্মদ জাফরুল ইসলাম নিজামী। এছাড়া কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মোহাম্মদ হাবিবুল হক এর দুই পুত্র মোহাম্মদ জুলফিকার মনির ও শাহরিয়ার মনির স্মরণসভায় তাঁর পিতার স্মৃতিচারণ করেন।

স্মরণসভায় দুই প্রধান শিক্ষকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা সুপার মোহাম্মদ জসিম উদ্দীন।

প্রসঙ্গত: গুণী এই দুই শিক্ষক সাম্প্রতিক সময়ে  মৃত্যুবরণ করেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions