শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪
রাঙামাটিতে

তৃণমুল পর্যায়ে নারী উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা ও চেক বিতরণ অনুষ্ঠিত

প্রকাশঃ ২৬ জুন, ২০২২ ১১:০৫:৪৬ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ১২:১৯:৩৫  |  ৭৯১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। তৃণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে উদ্যোক্তাদের  বিকাশ সাধন প্রকল্পের বিউটিফিকেশন,ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং,ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স ট্রেডের প্রশিক্ষণার্থীদের কর্মশালা ও চেক বিতরণ অনুষ্ঠান আজ রোববার অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও রাঙামাটির সাবেক এমপি ফিরোজা বেগম চিনুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চেীধুরী।
এসময় দীপংকর তালুকদার এমপি বলেন, সরকার নারীদের উন্নয়নে নানা প্রকল্প হাতে নিয়েছে, নারী উদ্যেগক্তাদের স্বল্প ঋন সুবিধা কখনো অনুদানের মাধ্যমে সহযোগিতা দিয়ে তাদের স্বাবলম্বী করছে।

তিনি নারী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষন নিয়ে ঘরে বসে থাকলে চলবে না, এটি কাজে লাগাতে হবে।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও চেক বিতরণ করা হয়।  

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions