শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু

প্রকাশঃ ২৩ জুন, ২০২২ ১১:৩৮:৩৭ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ১১:৪১:৩৯  |  ৫১৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পারিবারিক কার্ডধারীদের মাঝে রাঙামাটিতে ন্যায্য মুল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটি মগবান  এলাকায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময়ে রাঙামাটি জেলা সদর উপজেলার মগবান ইউনিয়নের ১হাজার ১শ ৩৭ জন কার্ডধারীর কাছে টিসিবির এসব পণ্য বিক্রয় করা হয়। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় এ কার্যক্রম চালু করা হবে।

ন্যায্য মুল্যে পণ্য ক্রয় করতে পেরে খুশি গ্রাহকরা, একইসাথে পণ্য বিক্রি বাড়ানোর কথা বলছেন ক্রেতারা।

প্রথম পর্যায়ে যারা ফ্যামিলি কার্ডে পণ্য পেয়েছে সে কার্ডের ভিত্তিতে আবারো বিতরন করা হচ্ছে জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

রাঙামাটিতে মোট ৮৭হাজার ২শত ৪০টি পরিবারকে দেয়া হবে টিসিবির পণ্য।

টিসিবির পণ্যে জনপ্রতি ২ লিটার তেল. ১ কেজি চিনি, ২ কেজি ডাল বিক্রয় করা হয়।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions