শনিবার | ২০ এপ্রিল, ২০২৪
বান্দরবানে

বাল্যবিবাহ প্রতিরোধ,বিবাহ নিবন্ধন নিশ্চিতকরণ এবং পণ পথা বন্ধে সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২২ জুন, ২০২২ ০৮:০৬:৫২ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ০২:৫৩:৩৬  |  ৬২৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান।  বাল্যবিবাহ প্রতিরোধ,বিবাহ নিবন্ধন নিশ্চিতকরণ এবং পণ পথা বন্ধে সমাজের সবাইকে একত্রে কাজ করতে হবে। সমাজে বাল্যবিবাহ বন্ধ হলে,বিবাহ নিবন্ধন নিশ্চিত হলে এবং পণ পথা বন্ধ হলে  বাংলাদেশ আরো এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

২২জুন (বুধবার) সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিস্ট্রিক পলিসি ফোরামের আয়োজনে স্টেকহোল্ডারদের নিয়ে এক সভায় জেলা প্রশাসক এমন মন্তব্য করেন। এসময় জেলা প্রশাসক আরো বলেন, সরকারের পাশাপাশি বেসরকারী সংগঠনগুলোকে আরো জোরালো ভূমিকা রাখতে হবে আর তাতেই সমাজে বাল্যবিবাহ বন্ধ হবে এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা সবাই দেখতে পাব।

সভায় এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দীন, জেলা ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি অংচ মং মারমা, সাধারণ সম্পাদক লাল জারলম বম, সহ-সভাপতি দীপিকা রানী তঞ্চঙ্গ্যা,ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মং শেনুক মার্মা, ডিপিএফ সদস্য  ঝরনা তঞ্চঙ্গ্যা, তাজ উদ্দিন আহমদ, মোঃ আরিফ হোসেন, উসাইন অং মারমা, প্রকল্পের রেজিওনাল কো-অর্ডিনেটর সৈয়দা শবনম মোস্তারী সহ বিভিন্ন সরকারি সংস্থা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের আওতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম বান্দরবানের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডিপিএফ সভাপতি অং চ মং মারমা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডিপিএফ সেক্রেটারি লাল জারলম বম।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভার মুল বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন ৩২জন এবং জুম অনলাইনের মাধ্যমে আরো ২০জন স্টেকহোল্ডার এ সভায় অংশগ্রহন করেন।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions